Welcome to Exclusively Premium Collection of Eyeglasses, Sunglasses and Power Lenses Stores in BD.
Product Suggestions
Featured image

ইউনিফোকাল/সিঙ্গেল ভিশন, বাইফোকাল ও প্রোগ্রেসিভ লেন্সের পার্থক্য কি?

ইউনিফোকাল/সিঙ্গেল ভিশন লেন্স :

ইউনিফোকাল লেন্স হল এমন একটি লেন্স যার একটি একক ফোকাল পয়েন্ট থাকে অর্থাৎ এই লেন্স একটি নির্দিষ্ট দূরত্বের জন্য দৃষ্টি সংশোধন করে। যেমন : কাছের বস্তু দেখতে সমস্যা হলে অথবা দূরদর্শনের জন্য। এই লেন্স বিভিন্ন দূরত্বের সাথে একসাথে দৃষ্টি সংশোধন করে না, যেমন বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স করে।

যাদের শুধুমাত্র কাছের অথবা শুধুমাত্র দূরের দৃষ্টি নিয়ে সমস্যা তাদের ক্ষেত্রে ইউনিফোকাল বা সিঙ্গেল ভিশন লেন্স ব্যবহার করা হয়। 

 

বাইফোকাল লেন্স :

বাইফোকাল লেন্স হল এমন একটি লেন্স যা দুটি ফোকাল পয়েন্ট থাকে। এই লেন্সগুলি সাধারণত দুটি ভিন্ন দূরত্বে দৃষ্টি সংশোধন করতে ব্যবহৃত হয়। যেমন : একটি ফোকাল পয়েন্ট দিয়ে নিকটবর্তী দৃষ্টির জন্য এবং অন্যটি দূরদর্শনের জন্য।

 

এই লেন্সগুলোর উপরের অংশে সাধারণত দূরের দৃষ্টির জন্য এবং নিচের অংশ নিকটবর্তী দৃষ্টি সংশোধন করে।

 

প্রগ্রেসিভ লেন্স :

প্রগ্রেসিভ লেন্সে পাওয়ার উপর থেকে নিচে তিন স্তরে বিন্যস্ত থাকে। ডি-সেইপ বা মুন-সেইপ বাই-ফোকাল লেন্স এর মত কোন বাই-ফোকাল ইন্ডিকেটর লাইন থাকে না। তিন স্তরের পাওয়ার এর মধ্যে উপরের অংশে দূরবর্তী বস্তু দেখার জন্য, কাছের বস্তু দেখার জন্য নিচের অংশ এবং মধ্যবর্তী বস্তু যেমন - কম্পিউটার, ড্রাইভিং এর সময় লুকিং গ্লাস ইত্যাদি দেখার জন্য সুশৃংখল ভাবে পাওয়ার এর বিন্যাস থাকে। এই লেন্স দেখতে ইউনিফোকাল বা সিঙ্গেল-ভিশন লেন্সের মত প্লেইন সারফেসের হয়।

 

চটকদার বিজ্ঞাপন দেখে বাজারের সস্তা ৪০০-৫০০ টাকার লোভনীয় অফারের নিম্নমানের চাইনিজ লেন্স ব্যবহার করা থেকে বিরত থাকুন। ভালো মানের লেন্স ব্যবহার করুন। আর উপভোগ করতে থাকুন আপনার গতিময় ডিজিটাল লাইফ।

 

আমাদের কাছে পাবেন ভালোমানের বিভিন্ন ব্র্যান্ডের লেন্স। নিম্নমানের কোন লেন্স আমরা সরবরাহ করি না। ESSILOR, ZEISS, CRYZAL, ECVL_PRO অথবা CRYSTAL লেন্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। 

 

বিঃ দ্রঃ : কোন লেন্স এককভাবে আপনার দৃষ্টিশক্তির ১০০ ভাগ উন্নয়ন ঘটাতে পারে না। আপনি যদি চোখে গুরুতর কোনো সমস্যা(রোগ) অনুভব করেন তাহলে অতি দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।