Welcome to Exclusively Premium Collection of Eyeglasses, Sunglasses and Power Lenses Stores in BD.
Product Suggestions
Featured image

Anti-Blue Lens এতটাই উপকারী!!

কখনো ভেবে দেখেছেন বর্তমানে অধিকাংশ বাচ্চার চোখেই চশমা কেন? ক্রমেই বেড়ে চলেছে এ সমস্যা!! শুধুমাত্র বাচ্চাদের এমন হচ্ছে কি? আসলে এটা ছোট-বড় সকলেরই হচ্ছে।

 

এ সমস্যার জন্য অনেকাংশই দায়ী বর্তমানে বহুল ব্যবহৃত ডিজিটাল ডিভাইস সমূহ। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় কিছু ডিজিটাল পণ্য যেমন: টেলিভিশন, ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার, গেমিং পিসি অথবা স্মার্টফোন। এসব এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

 

এসব ডিভাইস হতে নির্গত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি আমাদের চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। শিশুদের জন্য এই রশ্মি আরো বেশি সংবেদনশীল।

 

বর্তমানে কিছু রোগ প্রায় ৯০% মানুষেরই দেখা যাচ্ছে। যেমন - মাথা ব্যথা, ঘুমে ব্যাঘাত, চোখ ব্যথা, চোখ জ্বালাপোড়া, মানসিক ক্লান্তি ইত্যাদি। গবেষণায় দেখা গেছে, এ ধরনের ক্ষতিকর রশ্মি চোখের সরাসরি ক্ষতি করলেও পাশাপাশি মস্তিষ্কের উপরেও প্রভাব ফেলে।

 

WHO-World Health Organization এর তথ্য অনুযায়ী, এই UV Ray এর রেঞ্জ 100 থেকে 400 mm, যা তিনটি অংশে বিভক্ত

UVA(315-400nm)

UVB(280-315nm)

UVC(100-280nm)

 

এর মধ্যে UVC(100-280nm) হলো সবচেয়ে বেশি ক্ষতিকর, যা পুরোপুরি ভাবেই আমাদের এট্মোস্ফেয়ারে আসার পূর্বেই ফিল্টার হয়ে যায় বাকি দুটো UVA এবং UVB আমাদের এট্মোস্ফেয়ারে প্রবেশ করে। এর মধ্যে UVB আমাদের বিভিন্ন চর্মরোগ ও ক্যান্সার ইত্যাদির জন্য দায়ী। এই ক্ষতিকর UVA এবং UVB সরাসরি আমাদের চোখের ক্ষতি করছে আর এ থেকে চোখ সুরক্ষিত রাখার জন্য চিকিৎসকরা UV Protection সমৃদ্ধ Blue-Cut লেন্স ব্যবহারে পরামর্শ দিয়ে থাকেন।

 

আপনার বা আপনার সন্তানের চোখের পাওয়ার জনিত সমস্যা না থাকলেও Zero পাওয়ার এর এন্টি ব্লু লাইট লেন্স ব্যবহার করা বর্তমানে খুবই জরুরি হয়ে পড়েছে।

 

Anti-Blue লেন্স আলোক বর্ণালীর (Light Spectrum) 400 থেকে 420 ন্যানোমিটার পর্যন্ত UV Light (অতি বেগুনি রশ্মি) প্রতিহত করে চোখের সুরক্ষা দেয়। তাই সারাদিন ডিজিটাল স্ক্রিনে কাজ করলেও আপনার চোখ থাকবে সুরক্ষিত, থাকবে না অস্বাভাবিক মাথা ব্যাথা, রাতের ঘুম হবে নির্বিঘ্নে।

 

চটকদার বিজ্ঞাপন দেখে বাজারের সস্তা ৪০০-৫০০ টাকার লোভনীয় অফারের চাইনিজ Anti-Blue লেন্স ব্যবহার করা থেকে বিরত থাকুন। ভালো মানের Anti-Blue লেন্স ব্যবহার করুন। আর উপভোগ করতে থাকুন আপনার গতিময় ডিজিটাল লাইফ। একটি ভালোমানের Zero Power Anti-Blue Lens কমপক্ষে ১২০০-২৫০০ টাকা। পাওয়ার ভেদে এটা ২৫,০০০ টাকা পর্যন্ত হয়।

 

আমাদের কাছে পাবেন ভালোমানের বিভিন্ন ব্র্যান্ডের লেন্স। কমদামী কোন লেন্স আমরা সরবরাহ করি না। ESSILOR, ZEISS, CRYZAL, ECVL_PRO অথবা CRYSTAL লেন্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। 

 

বিঃ দ্রঃ এন্টি ব্লু/ব্লু কাট লেন্স এককভাবে আপনার দৃষ্টিশক্তির ১০০ ভাগ উন্নয়ন ঘটাতে পারে না। আপনি যদি চোখে গুরুতর কোনো সমস্যা অনুভব করেন তাহলে অতি দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।